Home / Breaking News / জামবনি ব্লকের দুবড়া গ্রামে পালিত হল আন্তর্জাতিক মানবাধিকার দিবস

জামবনি ব্লকের দুবড়া গ্রামে পালিত হল আন্তর্জাতিক মানবাধিকার দিবস

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মঙ্গলবার দুপুরে জামবনি ব্লকের দুবড়া গ্রামে পালিত হল আন্তর্জাতিক মানবাধিকার দিবস। এদিন ঝাড়গ্রাম মহকুমা আইনি পরিষেবা সমিতির উদ্যোগে ও প্রশাসনের সহযোগিতায় সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। গ্রামের পাঠাগার ভবনে সচেতনতা শিবিরে মানবাধিকার বিষয়ক বক্তব্য রাখেন ঝাড়গ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক নাইয়ার আজম খান, ঝাড়গ্রামের এসিজেএম বিচারক ঋষি কুশারী, বিচারক পর্ণা ভট্টাচার্য, মহকুমা আইনি পরিষেবা সমিতির সেক্রেটারি সুব্রত বারিক, আইনজীবী কৌশিক সিনহা, প্রবীর পাল, ঝাড়গ্রামের এসডিপিও অনিন্দ্যসুন্দর ভট্টাচার্য প্রমুখেরা। গ্রামের কয়েক’শো নারী-পুরুষ সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে বাল্যবিবাহ বিরোধী একটি সচেতনতা মূলক পথনাটক পরিবেশন করে ঝাড়গ্রামের ‘কুরকুট’ নাট্যদল।

এক ঝলকে

যত পুলিশি অত্যাচার,মিথ্যা মামলা হবে,ভোটের দিন জঙ্গলমহলের মানুষ সুদে আসলে তুলবে : শুভেন্দু

অরূপ কুমার মাজী, জেএনএফ, ঝাড়গ্রাম : গত ২৬ শে এপ্রিল দলের প্রার্থীর সমর্থনে ঝাড়গ্রামের একটি …

Leave a Reply