Breaking
5 Dec 2025, Fri

দম বন্ধ করা পরিবেশ বিজেপিতে ফেসবুকে লিখে দল ছাড়লেন ঝাড়গ্রাম জেলার বিজেপির আইটি সেলের কনভেনর ডাম্পি ওরফে সুব্রত নন্দী

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : দম বন্ধ করা পরিবেশ বিজেপিতে ফেসবুকে লিখে দল ছাড়লেন ঝাড়গ্রাম জেলার বিজেপির আইটি সেলের কনভেনর ডাম্পি ওরফে সুব্রত নন্দী। গতকাল ৩০ তারিখ নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন,‘বিগত ৩ বছর ধরে দায়িত্ব সামলেছি। বিভিন্ন কারণে বিরক্ত হয়ে অবশেষে স্বেচ্ছায় পদসহ বিজেপি দলটা ছাড়ছি। দম বন্ধ করা পরিবেশ থেকে এখন আমি মুক্ত। আমি যেই বিজেপিতে জয়েন করেছিলাম, ঝাড়গ্রামের এই বিজেপি সেই বিজেপি নয়। বিশেষ করে মোদিজীর জনসভা থেকে শুরু করে ও লোকসভা আসনে জয়ের পর থেকে।’

Developed by