Breaking
5 Dec 2025, Fri

‘অশিক্ষিত, চোর, চিটিংবাজ, ক্রিমিনাল ও জমির দালালরা এখন বিজেপির অলিগলির মাতব্বর নেতা’ : বললেন বিজেপির আইটি সেলের কনভেনর

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বিজেপিকে বেনজির আক্রমন করলেন দলের ঝাড়গ্রাম জেলার বিজেপির আইটি সেলের কনভেনর ডাম্পি ওরফে সুব্রত নন্দী। গত ২৯ অক্টোবর নিজের ফেসবুকে পোস্ট করে লিখেছেন,‘অশিক্ষিত, চোর, চিটিংবাজ, ক্রিমিনাল ও জমির দালালরা এখন বিজেপির অলিগলির মাতব্বর নেতা। এদের চার আনার মুরোদ নেই কিন্তু লেকচার ষোল আনা।’ তারপরেই ওই দিনই ফের পোস্ট করে লেখেন,‘সময় এসে গেছে বিজেপি দলটাকে পরিস্কার করার। পরিস্কার করব নাহলে নিজেই সরে যাবো। কারণ পার্টির পয়সায় আমার ঘর চলে না। এবার পার্টি ঠিক করুক আমাকে চাই না শুয়োরের বাচ্চাদের চাই।’

Developed by