Breaking
6 Dec 2025, Sat

যোগীর রাজ্যে দারুন পদক্ষেপ, এবার মন্দিরে চড়ানো দুধ যাবে অনাথ আর শহীদ পরিবারে

নিউজ ফ্ল্যাশ ডেক্স:- মথুরার গিরিরাজ মন্দির এক অনবদ্য পদক্ষেপ নিলো। এবার থেকে মন্দিরে দেওয়া দুধ আর বেকার যাবেনা। মন্দির প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে, এবার থেকে দুধের দামের সম পরিমাণ টাকা অনাথ বাচ্চা এবং শহীদদের পরিবারকে দেওয়া হবে। ওই মন্দিরে রোজ আনুমানিক ১০ থেকে ১২ হাজার লিটার দুধ দেওয়া হয়, মাসের একদিন পূর্ণমাসী আর অন্য উৎসবে এই মাত্রা দ্বিগুণ হয়ে যায়। এতদিন পর্যন্ত এই দুধ বেকার যেত।

Developed by