তৃনমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হল মাথাভাঙ্গার চ্যাংড়াবান্ধায়


জেএনএফ ওয়েব ডেস্ক :- তৃনমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হল মাথাভাঙ্গার চ্যাংড়াবান্ধায়। রবিবার চ্যাংড়াবান্ধায় দেবী কলোনি সংলগ্ন মৈনাক হিলস ‘টি এস্টেট’-এর শ্রমিক সংগঠন আইএনটিটিউসি শাখার পক্ষ থেকে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন ওই রক্তদান শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী, আইএনটিটিউসি সর্বভারতীয় সভানেত্রী দোলা সেন, জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী, মৈনাক হিলস টি এস্টেট ডিরেক্টর সজ্জন বাগারিয়া, মৈনাক হিলস টি এস্টেট এর জেনারেল ম্যানেজার সমিত সরকার, জয়েন্ট জেনারেল সেক্রেটারি টিডিপিডবলুএউ মনোজ কারকিডুলি, জলপাইগুড়ি জেলা শ্রমিক সংগঠনের কার্যকরী সভাপতি স্বপন সরকার, মেখলিগঞ্জ ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি নিয়তি সরকার, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শিভাম রায় বসুনিয়া সহ আরও অনেকে।
এদিন আইএনটিটিউসি সর্বভারতীয় সভানেত্রী দোলা সেন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় বাড়ের জন্য মুখ্যমন্ত্রীর শপথ নিয়ে খুব দক্ষতার সাথে এই করোনাকে সামলেছে। আমাদের মুখ্যমন্ত্রী আছে বলে ১৫ মাস ফ্রি রেশন আছে বলে আজকে শ্রমিকেরা নুন ভাত, সেদ্ধ ভাত খেয়ে বেঁচে আছেন। ইতি মধ্যে লক্ষ্মীর ভান্ডার বলে একটি প্রকল্প শুরু হতে, জাতে সরাসরি মহিলাদের একাউন্টে টাকা চলে আসবে, চলেছে যার দ্বারা গ্রাম বাংলার অসংখ্য দুস্থ মহিলারা উপকৃত হবেন।
তিনি আরও বলেন, আজকে এই রক্ত দান শিবিরে প্রায় ২০০ জন শ্রমিক বন্ধু রক্ত দেবেন। এই রক্তদান শিবির করেতে কোচবিহার, জলপাইগুড়ি সব জায়গার সিএমওএইচরা তাদেরে যথাসাধ্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
এদিন তিনি কেন্দ্রীয় সরকারকে খোঁচা দিয়ে বলেন, “আমাদের কেন্দ্রীয় সরকার তো খুব গণতান্ত্রিক তাই তামিলনাড়ুতে ২৪০টি আসনে এক দফায় ভোট হয়েছে। কিন্তু আমাদের এখানে ২৯৪টি আসনে আট দফায় ভোট করিয়েছেন। যার ফলে করোনা আক্রান্তের সংখ্যা বহু গুন বেড়ে গেছে।
রাজ্য শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং অনুপ্রেরণায় আজকের এই রক্ত দান শিবির। এখানে আজ প্রায় ২০০ জনের মত রক্ত দেবেন। তাদের এই স্বেচ্ছায় রক্তদানে আমরা দলের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই। এই রক্ত সাধারণ মানুষ পাবেন ? এই প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা এই রক্ত হাসপাতালের সিএমওএইচ-এর হাতে তুলে দেবেন।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

1 year ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

1 year ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

1 year ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

1 year ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

1 year ago