Breaking
30 Jan 2026, Fri

এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযান চালালো সিবিআই এর প্রতিনিধি দল

উঃ ২৪ পরগনা:- এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে বরানগর বারুইপাড়া লেনে প্রশান্ত কুমার সেনের বাড়িতে অভিযান চালালো সিবিআই এর প্রতিনিধি দল,শ্যামল কুমার সেনের আবাসন শিল করল সিবিআই, দু’ঘণ্টা ধরে শ্যামল সেন ও তার পরিবারের লোকজনদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিবিআই এর দল,আব্দুল খালেক অঙ্কিতা অধিকারী। পরেশ অধিকারী। ক্লাস ইলেভেন টুয়েলভ অ্যাসিস্ট্যান্ট টিচার দুর্নীতি। আব্দুল খালেক কে হেফাজতে নেবার পর সিবিআই শ্যামল কুমার সেনের আবাসনে গত সনিবার সেকেন্ড ফ্লোরে তল্লাশি চালায়। সেই ঘটি সিল করে দিয়ে যায় আজ আবার সিবিআই আধিকারিক ফোর্থ ফ্লোরে সিবিআই আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে। এই শ্যামল কুমার সেন পেশায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী।

Developed by