Breaking
8 Dec 2025, Mon

ফের বিজেপিতে ভাঙ্গন,হরিণঘাটা

জেএনএফ ওয়েব ডেস্ক :- ফের বিজেপিতে ভাঙ্গন , হরিণঘাটা বিধানসভার অন্তর্গত নগর উখড়া গ্রামের ৪৭ নম্বর জেট পির মন্ডলের ভাইস পেসিডেন্ট তরুণ লাল দেবনাথ সহ বেশকিছু বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করলেন। নদীয়া জেলার তৃণমূল কংগ্রেসের কর্মদক্ষ চঞ্চল দেবনাথ এর হাত ধরে আজ বিজেপি কর্মী সমর্থক ও বেশ কয়েকজন পদাধিকারী সহ তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিলেন। এ দিন যোগদানের পর বিজেপির তরুণ লাল দেবনাথ জানান বিজেপি কোন সাংগঠনিক দল নয় ব্যক্তি কেন্দ্রিক দল , দলে থেকে কোন সম্মান পাচ্ছিলাম না তাই তৃণমূল দলে যোগদান করলাম। তৃণমূলের চঞ্চল দেবনাথ বলেন মমতা ব্যানার্জীর উন্নয়নের ছোঁয়া কে অব্যাহত রাখতে , বিজেপি ও আইএসএফ দল থেকে আজ প্রায় 700 জন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ।

Developed by