Home / Breaking News / পেট্রোলের দাম নিয়ে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের !

পেট্রোলের দাম নিয়ে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের !

জেএনএফ ওয়েব ডেস্ক :- পেট্রোলের দাম নিয়ে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের।রাজ্যজুড়ে কোথাও পেট্রোলের দাম একশো পেরিয়েছে আবারও কোথাও একশোর দোরগোড়ায় দাঁড়িয়ে পেট্রোলের দাম।রায়গঞ্জে পেট্রোলের দাম একশো না পেরোলেও একশোর দোরগোড়ায় দাঁড়িয়ে পেট্রোলের দাম ৯৯ টাকা ৭৩ পয়সা হয়েছে।রাত পেরোলেই এই দাম একশো ছুঁয়ে যাবে বলে মনে করছেন সাধারণ মানুষ।রবিবার পাম্পে পেট্রোল নিতে সাধারণ মানুষের লম্বা লাইন দেখা দিলেও উর্দ্ধমুখী পেট্রোলের দাম নিয়ে কেউ ক্ষোভ উগরে দিলেন আবার কেউ রীতিমতো হতাশ।
পেট্রোলের দাম বেড়ে যাওয়ায় রবিবার রাতে নরেন্দ্র মোদির কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল শ্রমিক সংগঠন।রায়গঞ্জের এনবিএসটিসি বাসস্ট্যান্ডের সামনে এই বিক্ষোভ প্রদর্শন করা হয়।এই বিক্ষোভের ব্যাপারে আইএনটিটিইউসি’র কার্যকরী সভাপতি কৌশিক দে জানান,”আজকে আমরা নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করলাম, কারণ যেভাবে পেট্রোল আর ডিজেলের দাম বেড়েছে তাতে আগামী দিনে পরিবহন শিল্পের ভবিষৎ নরেন্দ্র মোদির জন্য নষ্ট হতে চলেছে।বেসরকারি বাস চলছে না তার ফলে প্রচুর মানুষ কর্মহীন হয়ে পড়েছে।বাস না চলার দরুণ বেসরকারি বাসস্ট্যান্ডের ভেতরে যেসব হোটেলগুলো রয়েছে সেগুলোও বন্ধ, মানুষের জীবন জীবীকা বেহাল হয়ে পড়েছে। তাই আমাদের এই বিক্ষোভ।

এক ঝলকে

যত পুলিশি অত্যাচার,মিথ্যা মামলা হবে,ভোটের দিন জঙ্গলমহলের মানুষ সুদে আসলে তুলবে : শুভেন্দু

অরূপ কুমার মাজী, জেএনএফ, ঝাড়গ্রাম : গত ২৬ শে এপ্রিল দলের প্রার্থীর সমর্থনে ঝাড়গ্রামের একটি …