Breaking
6 Dec 2025, Sat

গোপীবল্লভপুর দুই ব্লকের বাঁধগোড়া এলাকায় ১০টি দাঁতাল হাতির তাণ্ডবে আতঙ্কে বাসিন্দারা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় দলমা থেকে আসা দাঁতাল হাতির দল এসে ব্যাপক তাণ্ডব শুরু করেছে। যার ফলে গোটা ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডবে আতঙ্কিত হয়ে পড়েছেন ঝাড়গ্রাম জেলার বাসিন্দারা। সোমবার সকাল থেকেই ঝাড়্গ্রাম জেলার গোপীবল্লভপুর দুই ব্লকের বাঁধগোড়া এলাকায় প্রায় দশটি দাঁতাল হাতি ঢুকে পড়ে। যার ফলে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। গ্রামবাসীরা হাতিগুলিকে তাড়ানোর চেষ্টা করলেও হাতি গুলি ওই এলাকা থেকে সরছে না। যার ফলে আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামবাসীরা। হাতি গুলি মাঠে গিয়ে যেমন ফসলের ক্ষতি করছে। তেমনি খাবারের সন্ধানে লোকালয়ে গিয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়ছে হাতির দল। যার ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। বিষয়টি জানানো হলেও বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে না যাওয়ায় বন দফতরের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। তাই কিভাবে হাতিগুলিকে জঙ্গলের দিকে পাঠাবে তা নিয়ে চিন্তায় পড়েছেন বাঁধগোড়া গ্রামের গ্রামবাসীরা। শুধু বাঁধগোড়া নয়, ঝাড়্গ্রাম জেলার মানিকপাড়া, শালবনী, আগুইবনি সহ বিভিন্ন এলাকায় গিয়ে দাপিয়ে বেড়াচ্ছে বেশ কয়েকটি দাঁতাল হাতি। যখন এক দিকে প্রচণ্ড গরমে অস্বস্তির মধ্যে রয়েছে গ্রামবাসীরা,সেই সময় দাঁতাল হাতির আগমনে আতঙ্কের মধ্যে রয়েছেন ওই এলাকার গ্রামবাসীরা । তবে বন দফতরের পক্ষ থেকে জানানো হয় যে হাতি গুলির গতিবিধির ওপর নজর রাখা হয়েছে। হাতি যাদের ফসলের ও ঘর বাড়ির ক্ষতি করেছে বন দফতরের পক্ষ থেকে তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে। সেই সঙ্গে হাতিকে উত্যক্ত করতে নিষেধ করা হয়েছে। বন বিভাগের পক্ষ থেকে গ্রামবাসীদের সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তা সত্বেও গ্রামবাসীরা হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন বলে তারা জানিয়েছেন।

Developed by