Breaking
18 Dec 2025, Thu

ঝাড়গ্রামের পুলিস সুপার পদের দায়িত্ব নিলেন ইন্দিরা মুখোপাধ্যায়

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্কঃ
বিধানসভা ভোটের আগে রদবদল হয়েছে ঝাড়গ্রাম জেল পুলিসে। ঝাড়গ্রামের পুলিস সুপার অমিতকুমার ভরত রাঠোরকে স্যাপের ৮ নম্বর ব্যাটেলিয়ানের কমাড্যান্ট অফিসার পদে বদলি করা হয়েছে। ঝাড়গ্রামের নতুন পুলিস সুপার পদে সোমবার রাত্রি আটটা নাগাদ ঝাড়গ্রাম জেলার দায়িত্বভার তুলে নেন ইন্দিরা মুখোপাধ্যায়। তিনি আগে বিধাননগর পুলিস কমিশনাররেটের ডিসি ট্রাফিক পদে ছিলেন।

Developed by