Breaking
6 Dec 2025, Sat

ঝাড়গ্রামে ফের হাতির আক্রমণে মৃত্যু এক বৃদ্ধের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : হাতির হানায় মৃত্যু কিছুতেই যেন থামছে না। শনিবার ভোরে ঝাড়গ্রামে ফের হাতির আক্রমণে মৃত্যু হয় এক বৃদ্ধের। সত্তর বছর বয়সী মৃতের নাম নীলকণ্ঠ মাহাতো। বাড়ী খড়িকাশুলী গ্রামে ,এদিন সকালে প্রকৃতির ডাকে সাড়া দিতে মাঠে গিয়ে ছিলেন নীলকন্ঠ। ওই সময় হাতির সামনে পড়ে যান তিনি। এরপরই নীলকন্ঠ শুঁড়ে তুলে আছাড় মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

Developed by