Breaking
5 Dec 2025, Fri

মানবতার দেওয়ালে সাহায্যের হাত

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : কলকাতা থেকে ঘুরতে এসেছিলেন কয়েকজন যুবক। জঙ্গলমহল ঘুরতে এসে হাজির হয়েছিলেন শিলদার ‘রং তুলির’ ক্যাম্পাসে। তাঁদের মানবিক উদ্যোগকে স্বাগত জানাতে হাজির হয়েছিলেন খুদেরাও। কলকাতা থেকে সংগ্রহ করে আনা কয়েক’শো পোশাক দিয়ে গেলেন রং তুলির ক্যাম্পাসে। সংগ্রহীত পোশাক তুলে দেওয়া হবে যথার্থ মানুষজনের হাতে।

ছবি ও তথ্য : ‘রঙ তুলির’ সৌজন্যে

Developed by