Breaking
8 Dec 2025, Mon

জমি না ছাড়ায় রাস্তার কাজ বন্ধ করল গ্রামবাসীরা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : জায়গা না ছাড়ার জন্য রাস্তা করতে অসুবিধা হচ্ছে। শনিবার দুপুরে রাস্তা অবরোধ করল গ্রামবাসীরা। ঝাড়গ্রাম ব্লকের কলাবনী থেকে নেথুরা যাওয়ার রাস্তায় নেদাবহড়াতে অবরোধ করা হয়। জানা গিয়েছে, চারজন গ্রামবাসী তাঁদের জায়গা না ছাড়ার জন্য রাস্তা করতে অসুবিধা হচ্ছে। সমস্যায় পড়ছেন গ্রামবাসীরা।

Developed by