Breaking
6 Dec 2025, Sat

লোকসভা ভোট নিয়ে বিরাট,শচীনদের বার্তা দিলেন নরেন্দ্র মোদি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :- ২০১৯ লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। তারপরেই দেশবাসীকে এই মহাযজ্ঞে সামিল হতে আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শুধু আমজনতার কাছে আবেদন জানানোই নয় ,আমজনতাকে এই মহাযজ্ঞে সামিল করতে এবং প্রতিটি নাগরিক যাতে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন তা সুনিশ্চিত করতেই টুইটারে বিখ্যাত ক্রীড়াব্যাক্তিত্বদের মাধ্যমে আবেদন জানিয়েছেন নরেন্দ্র মোদী। টুইটে মুম্বইয়ের কিংবদন্তিদের সঙ্গে সচিন তেন্ডুলকর, অধিনায়ক বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মাকে ট্যাগ করে প্রধানমন্ত্রী এই আবেদন লিখেছেন ।

Developed by