Breaking
6 Dec 2025, Sat

লোকসভা ভোটের আগে জোট বাঁধছে তৃণমূলের ছাত্র-যুবরা

জামবনি : আগামী ১৪ মার্চ ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের জামবনি হাইস্কুলের মাঠে যৌথ সভা করবে তৃণমূলের ছাত্র -যুব। সভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। ওই সভা উপলক্ষে বুধবার সভাস্থল পরিদর্শন করেন তৃণমূল নেতৃত্ব। ঝাড়গ্রাম জেলা যুব সভাপতি দেবনাথ হাঁসদা, জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য প্রসূন সড়ঙ্গি, ঝাড়গ্রাম শহরের যুব সভাপতি অজিত মাহাতো, শ্রমিক নেতা গৌরাঙ্গ প্রধান, জামবনি ব্লক সভাপতি নিশীথ মাহাতো প্রমুখ।

Developed by