Breaking
6 Dec 2025, Sat

নেকড়ের কামড়ে ফের মৃত্যু, অবসরপ্রাপ্ত বনকর্মীর

ঝাড়গ্রাম:- নেকড়ের কামড়ে মঙ্গলবার ফের মৃত্যু হল আরও একজনের। এনিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩। মৃতের নাম ভূষণচন্দ্র মাহাত (৬৪)। তাঁর বাড়ি ঝাড়গ্রাম থানার জারুলিয়া গ্রামে। তিনি অবসরপ্রাপ্ত ফরেস্ট গার্ড। গত ১৪ ফেব্রুয়ারি ঝাড়গ্রাম ব্লকে একাধিক গ্রামে নেকড়ের হানায় জখম হয়েছিলেন চারজন মহিলা সহ মোট আটজন।

গত রবিবার জারুলিয়া গ্রামের সুশীলা মাহাত নামে এক বৃদ্ধা মারা যান। তারপরই বনদপ্তরের উদ্যোগে গত সোমবার নেকেড়ের হানায় জখমদের জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা করানো হয়। এমনকি জলাতঙ্ক প্রতিশোধক ইনজেকশন দেওয়া হয়। কিন্তু ভূষণচন্দ্রবাবুর শারীরিক অবস্থা ভালো না থাকায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। এদিন ভূষণচন্দ্রবাবুকে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে রেফার করা হয়। কলকাতার হাসপাতাল ঢোকার আগেই তিনি মারা যান।

Developed by