Breaking
6 Dec 2025, Sat

অভিনন্দনকে মেডেল উৎসর্গ করলেন বজরং পুনিয়া

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের সাহসিকতাকে কুর্নিশ জানাতে ভারতের কুস্তিগীর বজরং পুনিয়া নিজের জেতা পুরস্কার অভিনন্দন বর্তমানকে উৎসর্গ করলেন। সম্প্রতি ইউনাইটেড ওয়াল্ড রেসলিংয়ের ৬৫ কেজি বিভাগে আমেরিকার জর্ডন অলিভারকে হারিয়ে সোনা জেতেন বজরং পুনিয়া। বজরং জানান ‘উইং কম্যান্ডার অভিনন্দনের অনুপ্রেরণায় আমি এই সোনা জিততে পেরেছি। তাই আমি এই সোনার পদক ওনাকে উৎসর্গ করতে চাই। একবার ওনার সাথে দেখা করে আমি হাত মেলাতে চাই।

Developed by