Breaking
6 Dec 2025, Sat

সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচারে রাজ্যে পথ দুর্ঘটনা ১৪% কমেছে, ট্যুইট মুখ্যমন্ত্রীর

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’-এর জেরে কলকাতা তথা বাংলাজুড়ে উল্লেখযোগ্যভাবে কমেছে পথ দুর্ঘটনার সংখ্যা। এদিন জাতীয় সুরক্ষা সপ্তাহ শুরু উপলক্ষে নিজেই একথা ট্যুইট করে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ট্যুইট, ‘সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচারাভিযানের ফলে ২০১৮ সালে কলকাতায় পথ দুর্ঘটনা ১২ শতাংশ কমেছে। রাজ্যের বাকি অংশে কমেছে ১৪ শতাংশ।’ পথ দুর্ঘটনায় রাশ টানতে ও পথচারিদের সচেতন করতে ২০১৬ সালে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রচার শুরু করেছিল রাজ্য সরকার।

Developed by