Home / Breaking News / বাজেটে অমিত মিত্রের ঘোষণা,  যুবক-যুবতীদের এককালীন ১ লক্ষ টাকা

বাজেটে অমিত মিত্রের ঘোষণা,  যুবক-যুবতীদের এককালীন ১ লক্ষ টাকা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: কোলকাতা:
মেট্রো চ্যানেলে একদিকে ধর্নায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে রাজ্য বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী অমিত মিত্র। বাজেট শুরুর আগে বিধানসভায় হইচইও শুরু হয়। তারপর ঠিক সময়ই বাজেট পেশ শুরু করেন অমিত মিত্র।কৃষকদের ১ হাজার টাকা করে মাসিক পেনশন দেওয়া হয়েছেধান দিন, চেক নিন প্রকল্পে সরাসরি টাকা মিটিয়ে দেওয়া হচ্ছে।খাদ্যসাথী প্রকল্পে স্বল্পমূল্যে ৮ কোটি ৮২ লক্ষ মানুষকে খাদ্য সরবরাহ করা হচ্ছে
পরিকল্পনা খাতে ৩ লক্ষ ৪৫ হাজার কোটি টাকার বেশি ব্যয় হয়েছেকর বাবদ আয় ২১ হাজার ১২৮ কোটি থেকে বৃদ্ধি পেয়ে ৫৭ হাজার ৭০০ কোটি হয়েছেবন্যায় ক্ষতিগ্রস্ত ৩২ লক্ষ কৃষককে সাহায্য করতে ১ লক্ষ ৩২ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছেআশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের ভাতা ৫০০ টাকা করে বাড়ানো হয়েছে, যা লাগু হবে চলতি মাস থেকে৫০ হাজার যুবক-যুবতিকে এককালীন ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবেনতুন স্কিমে ১১০০ কোটি টাকা বকেয়া কর আদায়হরিণঘাটায় ফ্লিপকার্টের লজিস্টিক হাব, বিনিয়োগ হবে ১,০০০ কোটি টাকা১০ হাজার কর্মসংস্থান হবেএছাড়াও অমিত মিত্র উল্লেখ করেন, রাজস্ব ঘাটতি ৪.২৭ থেকে নেমে ২.৮৩ শতাংশে দাঁড়িয়েছে। বাংলায় শিল্পে বৃদ্ধির হার ১৬.২৯ শতাংশ। GDP বৃদ্ধির হারে বাংলা ১ নম্বর স্থানে আছে। তাছাড়া প্রসূতি মৃত্যুর হার ১১৩ থেকে কমে হয়েছে ১০১, শিশুমৃত্যুর হার কমে হয়েছে ২৫ বলে জানান তিনি।

এক ঝলকে

যত পুলিশি অত্যাচার,মিথ্যা মামলা হবে,ভোটের দিন জঙ্গলমহলের মানুষ সুদে আসলে তুলবে : শুভেন্দু

অরূপ কুমার মাজী, জেএনএফ, ঝাড়গ্রাম : গত ২৬ শে এপ্রিল দলের প্রার্থীর সমর্থনে ঝাড়গ্রামের একটি …

Leave a Reply