Home / Breaking News / পার্লামেন্টে হারলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

পার্লামেন্টে হারলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

নিজেস্ব প্রতিনিধি,বঙ্গনিউজ ডেস্ক:

ব্রেক্সিট নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে বহু ভোটে হেরে গেলেন প্রধানমন্ত্রী থেরেসা মে। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে আসার সিদ্ধান্ত এর ফলে জোর ধাক্কা খেল। এরপর থেরেসা মেতে পার্লামেন্ট অনাস্থা ভোটের মুখোমুখি হতে হবে। ইইউ থেকে বেরিয়ে আসা নিয়ে মে-র প্রস্তাব ৪৩২-২০২ ভোট পরাস্ত হয়েছে। সাম্প্রতিক ইতিহাসে এত ব্যবধানে কোনও ব্রিটিশ প্রধানমন্ত্রী হারেননি। মে-র নিজের দল কনসার্ভেটিভ পার্টিরও ১০০ জন সাংসদ তাঁর বিরুদ্ধে ভোট দিয়েছেন। বিরোধী নেতা জেরেমি করবিন জানিয়েছেন, বুধবারই তিনি অনাস্থা প্রস্তাব পেশ করবেন। ১৯৭৩ সালে ২৮ সদস্যের ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দিয়েছিল ব্রিটেন। আগামি দুমাসের মধ্যে ২৯ মার্চ ব্রিটেনের ইউনিয়ন থেকে বেরিয়া আসার কথা। তার ঠিক আগেই তা নিয়ে চূড়ান্ত সংশয় দেখা দিল। যারা বেরিয়ে আসার বিপক্ষে, তাদের যুক্তি এর ফলে দেশের বাণিজ্য মার খাবে।

এক ঝলকে

ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সোনামনি টুডুর সমর্থনে ঝাড়গ্রাম শহরে প্রচার

সুদীপ্ত মিত্র ,জেএনএফ ঝাড়গ্রাম: মঙ্গলবার ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সোনামনি টুডুর সমর্থনে ঝাড়গ্রাম শহরে …

Leave a Reply