Breaking
16 Dec 2025, Tue

স্টাইলিশ ফার্ণিচারের এক অনন্য নাম ঝাড়গ্রামের রঙমহল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : স্টাইলিশ ফার্ণিচারের এক অনন্য নাম ঝাড়গ্রামের রঙমহল। ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরায় হিন্দি স্কুলের সামনে রয়েছে রঙমহলের সুবিশাল শোরুম। একই জায়গায় আপনি পাবেন গোদরেজ ইন্টেরিওর কোম্পানির নানান আসবাব পত্র। তার সঙ্গে কারলন এবং সুপ্রিম ফার্ণিচারের অর্থারাইজড ডিস্ট্রিবিউটার। এক ছাদের তলায় আপনি পেয়ে যাবেন আপনার ঘর সাজানোর মনের মতন বিভিন্ন আসবাব পত্র। সেই সঙ্গে রয়েছে সরকারি ও বেসরকারি অফিসের নানা ফার্ণিচারও। রঙমহলের শাখা রয়েছে ঝাড়গ্রাম স্টেট ব্যাংকের সামনে। যোগাযোগ করতে ফোন করুন ৯৬১৪৪৬৯১৩১ অথবা ৭৪৩২৮২৭০১০ নম্বরে।

Developed by