Breaking
12 Dec 2025, Fri

শিলিগুড়িতে কোটি টাকার সোনার বিস্কুট সহ ধৃত এক

গোপন সূত্রের খবরের ভিত্তিতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালায় কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর। এরপর সেখানে মালদা থেকে শিলিগুড়িগামী একটি বাস আটক করে। এবং বাসে থাকা একজনকে আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় সোনার বিস্কুট।
ধৃতের নাম অমিত শাহ। সে হাওড়ার বাসিন্দা। কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর সূত্রে জানা গিয়েছে ধৃতের কাছ থেকে ৩ কেজি ৩২০ গ্রাম সোনা বিস্কুট উদ্ধার হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭১ লক্ষ ৮৭ হাজার ৬৪০ টাকা। রবিবার ধৃতকে আদালতে তোলা হয়। তবে সোনার বিস্কুট কথায় থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিলো বা কার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা ছিল পুরো ঘটনার তদন্তে নেমেছে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর।

Developed by