Breaking
19 Dec 2025, Fri

রানাঘাট কালীনারায়নপুর রেল জংশনের ৩ নং প্ল্যাটফর্মের রেল ট্রাক থেকে এক অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার!

জেএনএফ ওয়েব ডেস্ক : নদিয়ার রানাঘাট কালীনারায়নপুর রেল জংশনের ৩ নং প্লাটফর্মের রেল ট্রাক থেকে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় মহিলার। বছর ৭০ এর এক মহিলার মৃতদেহ উদ্ধার করল রানাঘাট জি আর পি থানার পুলিশ।পুলিশ সুত্রে খবর সোমবার বেলা ১ টা নাগাদ ওই মহিলার দেহ উদ্ধার করে রানাঘাট জি আর পি ময়না তদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠায়।মৃতের নাম পরিচয় জানা যায় নি।তবে পুলিশের প্রাথমিক অনুমান মৃত ওই মহিলা একজন ভবঘুরে।কোন কারন বসত পড়ে গিয়ে মৃত্যু হয় তার।জি আর পি থানার পুলিশ জানায় ওই ভবঘুরে কালীনারায়নপুর রেল জংশনের ৩ নং প্লাটফর্ম থেকে উদ্ধার করা হয়।

Developed by