Breaking
15 Dec 2025, Mon

বেলিয়াবেড়া থানায় উদযাপিত হল ৭২ তম সাধারণতন্ত্র দিবস

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম জেলায় সকালে থেকে নানা প্রান্তে ৭২ তম সাধারণতন্ত্র দিবস পালন কর হয়। সেই সঙ্গে এদিন গোপীবল্লভপুর ২ নং ব্লকের বেলিয়াবেড়া থানায় ৭২ তম সাধারণতন্ত্র দিবস পালন করা হয়। বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোধি সহ থানার অন্যান্য অফিসার, কনষ্টেবল সবাই মিলে এদিনটি সাড়ম্বরে পালন করেন। প্রথমে দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন বেলিয়াবেড়া থানার ওসি এবং পরে সমবেত ভাবে জাতীয় সংগীত গেয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

Developed by