Breaking
14 Dec 2025, Sun

নদীয়া জেলার হবিবপুর পঞ্চায়েতে সাত জন আক্রান্ত সোয়াইনফ্লুতে

জেএনএফ ওয়েব ডেস্ক – করোনা আতঙ্কের মধ্যেই তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আতঙ্কে সকলে ! জেলার বেথুয়া ডহরি তে বেশ কয়েকজন শিশুর মায়েরা তাদের বাচ্চার এক সপ্তাহ শুরু থেকে শুরু করে এক মাসের জ্বর না সারায় যথেষ্ট চিন্তিত! এরই মধ্যে নদীয়া জেলার অপরপ্রান্তে রানাঘাট থানার অন্তর্গত হবিবপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ধরা পরলো সোয়াইনফ্লু! স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর একজন নয় দুজন নয়! 7 জন আক্রান্ত 14 তারিখ থেকে পরিবারের সদস্যদের সোয়াইনফ্লু ধরা পড়ে। তারপর থেকেই স্বাস্থ্য দপ্তর থেকে নিয়মিত তাদের খোঁজ খবর রাখছে হচ্ছে বলে জানা যায়। তবে এখন অনেকটাই সুস্থ বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর. কিন্তু যথেষ্ট চিন্তায় রয়েছেন, এলাকাবাসী। স্বাস্থ্যকর্মীরাও বিশেষ ভাবে নজর দিয়েছেন বিষয়টি।

Developed by