Breaking
31 Dec 2025, Wed

ঝাড়গ্রাম শহরে রাতে রাস্তার দখল নিল গরু

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক:এর আগে আগে বহুবার পৌরসভার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। কিন্তু তার পরও টনক নড়েনি। মঙ্গলবার রাতেও ঝাড়গ্রাম শহরের রাস্তায় অবাধে ঘুরে বেড়াচ্ছে গরুর দল। রাতের বেলা যানবাহন চালাতে ও পথচারীদের সমস্যা হচ্ছে। রাস্তায় গরু ঘুরে বেড়ানোয় প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে। খোঁয়াড় না থাকায় গরু ধরাও হয় না। আবার গাড়ির ধাক্কায় জখম হয় গরুও। শহরের খাটাল মালিকরা রাস্তায় গরু চরতে ছেড়ে দেন বলে অভিযোগ।

Developed by