Breaking
26 Dec 2025, Fri

জগন্নাথ মন্দির পূজো দিয়ে ভোট প্রচারে দিলীপ ঘোষ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- মোহনপুরে প্রচারে দিলীপ ঘোষ।মোহনপুর ব্লক এর শিয়ালসাই গ্রাম পঞ্চায়েত থেকে বাইক মিছিল ও রেলি সহকারে প্রচার চালান মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী তথা রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।মোহনপুরে জগন্নাথ মন্দির এবং মোহনপুর ব্লক এর তারানিয়া শিব মন্দিরে পুজা দেন রাজ্য সভাপতি দিলিপ ঘোষ।প্রায় শতাধিক মহিলা পুরুষ কর্মী-সমর্থকদের নিয়ে রেলি করে ভোট প্রচারে দিলীপ ঘোষ।মোহনপুর ব্লক এর গোটসন্ডা,তনুয়া,অরুয়া,দাঁতুনিয়া,বড়াই বাজার পরিক্রমা করে ভোট প্রচার করেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।প্রায় তিরিশ কিলোমিটার গাড়িতে করে মিছিল সহকারে প্রচার চালায়।বিভিন্ন জায়গায় বিজেপির কর্মী-সমর্থকেরা ফুল দূর্বা মালা সহ বরণ করে নেয় দিলীপ ঘোষকে।বেশ কয়েকটি জায়গায় জল এবং ফলের জুসের বোতল দেন দিলিপ ঘোষকে।এইদিন শিয়ালসাই থেকে মিছিল শুরু হয়ে মোহনপুরে শেষ হয়।

Developed by