Breaking
13 Dec 2025, Sat

চা বাগানে কাজ করার সময় চা বাগান‌ কুয়া পড়ে মৃত্যু হয় চা শ্রমিকের!

চা বাগানে কাজ করার সময় চা বাগান‌ কুয়া পড়ে মৃত্যু হয় চা শ্রমিকের , রবিন এক্কা( ৩৬) এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় । শ্রমিকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রের মতন চোপড়া থানা কাজিগছ এলাকায় এদিন সকালে পাতা তোলার সময় রবিন এক্কা নামে শ্রমিক বাগানের কুয়ায় পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা ঘটনার খবর দেয় পুলিশ কে ‌ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় । এরমধ্যে শ্রমিকরাই তড়িঘড়ি তাকে তোলার চেষ্টা করলেও ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে জানা গিয়েছে। পরে পুলিশ গিয়ে মৃত দেহটি বাজেয়াপ্ত করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতাল পোস্টমর্টেম পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এদিন গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Developed by