Breaking
19 Dec 2025, Fri

গরমে রক্তের সংকট মেটাতে উদ্দ্যোগী হল টিএমসিপি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : গরমে রক্তের আকাল দেখা যায়। রোগীরা অসুবিধায় পড়ে রক্তের জন্য। সেই সংকট থেকে মুক্তির জন্য এগিয়ে এলে টিএমসিপি। সাকরাইল ব্লকের কুলটিকরির অনিল বিশ্বাস স্মৃতি মহাবিদ্যালয়ের টিএমসিপি ছাত্রসংসদ মঙ্গলবার আয়োজন করে স্বেচ্ছায় রক্তদান শিবির। ওই শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন এলাকার ছাত্র-যুবরা।

Developed by