Breaking
11 Dec 2025, Thu

SSC নিয়োগ দুর্নীতি মামলায় ১৬সালের প্যানেল বাতিলের নির্দেশ দিলো কলকাতা হাইকোর্ট!

জেএনএফ ডেস্ক : সোমবার ssc নিয়োগ দুর্নীতি মামলায় রায় ঘোষণা করলো কোলকাতা হাইকোর্ট। এদিন কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি দেবাংশু বসাক ও সব্বার রশিদির ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছেন।এই রায়ের ফলে ২৫৭৫৩ জনের চাকারী বাতিল করলো কলকাতা হাইকোর্ট এবং তাদের আগামী চার মাসের মধ্যে বেতন ফেরত দেওযার নির্দেশ দিয়েছে হাইকোর্ট । এই রায়ে জানানো হয়েছে সুপার নিউমারারি পদ তৈরী করা হয়েছিল তা সম্পূর্ণ বেআইনি ভাবে গড়া হয়েছিল। এই রায়ে CBI তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। কেবল মাত্র সোমা দাসকে যে মানবিক কারণে চাকরি দেওয়া হয়েছিল তাতে মান্যতা দিয়েছে হাইকোর্ট।২০১৬ সালে এসএসসির নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগ এবং একই বছরে স্কুলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগে যে দুর্নীতির মামলা হয়েছিল, সোমবার সেই মামলাতেই রায় জানাল হাইকোর্ট।

Developed by