Breaking
18 Dec 2025, Thu

DYFI-কর্মী মইদুল মিদ্যার মৃত্যুর প্রতিবাদে গোপীবল্লভপুরে DYFI-এর মৌন মিছিল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : নবান্ন অভিযানে গিয়ে পুলিশি লাঠিচার্জে মৃত্যু হয় DYFI-কর্মী মইদুল মিদ্যার। তার প্রতিবাদে এদিন বিকেলে গোপীবল্লভপুর DYFI-এর জোনাল কমিটির পক্ষ থেকে একটি মৌন মিছিল হয়। শুক্রবার সন্ধ্যা ছ’টার সময় গোপীবল্লভপুর থানার চক থেকে বটতলাচক পর্যন্ত DYFI-এর মিছিল হয়। শতাধিক যুব কর্মী, যুব সংগঠনের জেলা সভাপতি বিশ্বরঞ্জন খামরীর নেতৃত্বে এই মিছিলে অংশগ্রহণ করেন। এছাড়াও মিছিলের অগ্রভাগে দেখা যায়, মিহির মাইতি, শ্যামাপদ দন্ডপাট, স্বপন দেহুরী প্রমুখ যুব সদস্যদের। রাজ্য পুলিশ ও পুলিশমন্ত্রীর অপসারণের দাবীতে মাইকিং হয় এবং হাতিবাড়ী মোড়ে পুলিশমন্ত্রী মমতা ব্যানার্জির কুশপুতুল পোড়ান যুব কর্মীরা। তারপর তাঁরা থানার সামনে প্রতিকী অবস্থান বিক্ষোভ করেন দশ মিনিট।

Developed by