Breaking
20 Dec 2025, Sat

CAA চালু করার সম্প্রতি কেন্দ্র সরকারের
আদেশনামার বিরুদ্ধে রানাঘাট জিআরপি মোড়ে প্রতিবাদ কর্মসূচী পালন করলো সারা বাংলা এন আর সি বিরোধী নাগরিক কমিটির

জেএনএফ ওয়েব ডেস্ক : CAA চালু করার সম্প্রতি কেন্দ্র সরকারের
আদেশনামার বিরুদ্ধে রানাঘাট জিআরপি মোড়ে প্রতিবাদ কর্মসূচী পালন করলো সারা বাংলা এন আর সি বিরোধী নাগরিক কমিটি।গত ২৮মে কেন্দ্রীয় সরকার একটি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের পাঁচটি রাজ্যের ১৩ টি জেলায় তিনটি প্রতিবেশী দেশ থেকে আসা ভারতে মুসলমান বাদে অন্য ধর্মের বসবাসকারী দের নাগরিকত্বের আবেদন পত্র গ্রহণ করা হবে বলে ঘোষণা করেছে।অথচ সিটিজেনশিপ আমেন্ডমেন্ট অ্যাক্ট এর রুল এখনো তৈরি হয়নি। সরকার জানিয়েছে ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের ১৬ধারায় প্রাপ্ত ক্ষমতা বলেই তারা এই নোটিশ জারি করেছে। এই নোটিশের বিরুদ্ধে শুক্রবার রানাঘাট সিএএ-এনআরসি বিরোধী নাগরিক কমিটি জিআরপি মোড়ে বিক্ষোভ অবস্থান করল।এদিনের এই প্রতিবাদ কর্মসূচীতে উপস্থিত ছিলেন CAA এবং NRC বিরোধী নাগরিক কমিটির রানাঘাট শাখার যুগ্ম সম্পাদক জয়দেব মুখোপাধ্যায়।

Developed by