Breaking
22 Jan 2026, Thu

ঘুম থেকে উঠে বাড়ির বাইরে বেরোনোর সময় বাড়ির উঠোনে বিষধর সাপের ছোবলে মৃত্যু হল পাথরনালা গ্রামের ১ ব্যক্তি

বুদ্ধদেব বেরা ,জেএনএফ,ঝাড়গ্রাম: বিষধর সাপের ছোবলে মৃত্যু হল এক ব্যক্তির। সোমবার দুপুরে দেহ ময়নাতদন্ত হয় ঝাড়গ্রাম জেলা পুলিশ মর্গে। মৃত ব্যক্তির নাম শ্রীপতি মিধ্যা(৫৯)। বাড়ি ঝাড়গ্রাম থানার অন্তর্গত পাথরনালা গ্রামে । জানা গিয়েছে, সোমবার ভোররাতে ঘুম থেকে উঠে বাড়ির বাইরে বেরোনোর সময় বাড়ির উঠোনে একটি বিষধর সাপ তাকে ছোবল মারে। পরিবারের সদস্যরা তড়িঘড়ি বাইকে চাপিয়ে চিকিৎসার জন্য নিয়ে আসে ঝাড়গ্রাম গভমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে।হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মৃত্যু হয় ওই ব্যক্তির । সাপের ছোবলে পরিবারের সদস্যের মৃত্যু হওয়ায় প্রশাসনের কাছে আর্থিক ক্ষতি পূরণের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।

Developed by