Home / Breaking News / তৃণমূলের সঙ্গে আমাদের সমঝোতা হয়ে যায় তাহলে আমরা রাজ্য থেকে বিজেপিকে তাড়াতে পারবো,সূর্য সিং বেসরা

তৃণমূলের সঙ্গে আমাদের সমঝোতা হয়ে যায় তাহলে আমরা রাজ্য থেকে বিজেপিকে তাড়াতে পারবো,সূর্য সিং বেসরা

সুদীপ্ত মিত্র ,জেএনএফ,ঝাড়গ্রাম
রবিবার বিকেলে ঝাড়গ্রামের সংবাদ ভবনে সাংবাদিক বৈঠক করে আদিবাসী কুড়মি সমাজের ঝাড়গ্রাম লোকসভার প্রার্থী সূর্য সিং বেসরা বলেন,‘আমাদের মূল দাবি কুড়মিদের এসটি তালিকাভুক্ত করতে হবে। ১৯১৩ সালে ১৩টি জাতির মধ্যে আদিবাসী তালিকায় কুড়মিরা ছিল। পরবর্তী কালে কুড়মিদেরকে এসটি তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়। কুড়মিদের যে আন্দোলন তা একেবারে যুক্তিপূর্ণ আন্দোলন। সংবিধানের আর্টিকেল ৩৪২ ধারায় প্রভিশন আছে যে কোন সম্প্রদায় এসসি, এসটি, ওবিসির জন্য দাবি তুলতে পারে। কুড়মিদের পাশাপাশি গোর্খাল্যাণ্ডের আদলে জঙ্গলমহলকে শায়ত্বশাসন দিতে হবে। ভারতীয় নোটে অলচিকি হরফে লিখতে হবে। দুরদর্শণ, রেডিওতে ২৪ ঘন্টা অলচিকিতে ব্রডকাস্ট করতে হবে। রেলস্টেশনে লোকাল ভাষা ঝাড়খণ্ডী, সাঁওতালি, কুড়মালি যেখানে যা আছে সে ভাষায় ঘোষণা করতে হবে।’ এরপরেই সূর্য সিং বেসরা বলেন,‘জঙ্গলমহলে যে পাঁচটি আসন ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, মালদা আসনে যদি আমাদেরকে ছেড়ে দেয় মমতা বন্দ্যোপাধ্যায় তবে আমরা এই শর্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা প্রধানমন্ত্রীর জন্য প্রস্তাব করছি। মমতার আছে ক্ষমতা। সে চালাতে পারবে দেশকে। ইণ্ডিয়া জোটের মধ্যে অনেকে লড়াই করছে কিন্তু তাদের মধ্যে কারো প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা নেই। একমাত্র সেই ক্ষমতা প্রধানমন্ত্রী হিসেবে মমতার মধ্যে রয়েছে। আমাদের মবল শত্রু মমতা দিদি নয়, তৃণমূল নয়, আমাদের মূল শত্রু বিজেপি। গতবারে বিজেপি পশ্চিমবঙ্গে ১৮টি আসনে জয়ী হয়েছিল। এবারে যদি আমাদের সঙ্গে তৃণমূলের সমঝোতা হয়ে যায় তাহলে আমরা রাজ্য থেকে বিজেপিকে তাড়াতে পারবো।’

এক ঝলকে

ঝাড়গ্রামে ভুয়ো চাকরি প্রার্থীর লিস্ট প্রকাশ করার হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী

বুদ্ধদেব বেরা,জেএনএফঝাড়গ্রাম: ঝাড়গ্রামে ভুয়ো চাকরি প্রার্থীর লিস্ট প্রকাশ করার হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। “আমি ঝাড়গ্রামের …