Home / Breaking News / নেতায়ের শহীদ বেদীতে মাল্যদান করে শহীদদের শ্রদ্ধা জানালেন বিজেপি প্রার্থী

নেতায়ের শহীদ বেদীতে মাল্যদান করে শহীদদের শ্রদ্ধা জানালেন বিজেপি প্রার্থী

অরূপ কুমার মাজী, জেএনএফ, ঝাড়গ্রাম : ১১সালের রাজনৈতিক পালাবদলের আগে থেকে এখন পর্যন্ত জঙ্গলমহলের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু রয়েছে নেতাই। বহু রাজনৈতিক ইতিহাসের সাক্ষী রয়েছে এই নেতাই গ্রাম।নেতাই গ্রাম কে ঘিরে বহু রাজনৈতিক পারদ সবসময় ওঠা পড়া করে থাকে। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ঘোষণা হওয়ার পর এই প্রথমবার সেই নেতাই গ্রামে প্রচারে গেলেন বিজেপির প্রার্থী প্রণত টুডু। শনিবার সকালেই নেতাই গ্রামে পৌঁছাতে প্রার্থীকে ঘিরে ভিড় জমাতে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে কর্মী সমর্থকেরা। তিনি প্রথমে পৌঁছে নেতাই এর শহীদ বেদীতে মাল্য দান এবং শহীদদের শ্রদ্ধা জানান পরে শরীর পরিবারের মানুষ এবং সাধারণ মানুষদের সাথে কথা বলেন। এরপর তিনি কর্মী-সমর্থকদের নিয়ে পুরো গ্রাম পদক্ষিণ করেন। তারপর ওইখান থেকে বেরিয়ে প্রচারের জন্য লালগড় রামকৃষ্ণ মঠে যান সেখানে প্রচার সেরে শালবনীতে জনসম্পর্ক করেন। তারপর ভুলকা থেকে আঁধারিয়া পর্যন্ত একটি রেলিতে অংশগ্রহণ করেন । র‍্যালি শেষ করে অবশেষে বৈতা এলাকায় চা চক্রে অংশগ্রহণ করে শনিবারের প্রচার শেষ করেন বিজেপি প্রার্থী প্রণত টুডু। প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থী প্রণত টু বলেন ” আজ আমি নেতাই শহীদ বেদীতে মাল্যদান করলাম এবং সেখানকার শহীদদের শ্রদ্ধা জানালাম। তৃণমূলের অত্যাচারে মানুষ এখন অতিষ্ট হয়ে উঠেছে মানুষ ব্যতিক্রম কিছু খুঁজছে। যেখানেই যাচ্ছি মানুষের ছাড়া খুব ভালো পাচ্ছি আমি আমার জয়ের ব্যাপারে খুব আশাবাদী “।

এক ঝলকে

গোপীবল্লভপুরে অভিষেকের দূত অজিত! নির্বাচনী প্রচারে অজিতের হাত ধরে সিপিএম ছেড়ে যোগদান তৃণমূলে

বুদ্ধদেব বেরা, জেএনএফ,সাঁকরাইল : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গোপীবল্লভপুর বিধানসভার বিশেষ অবজারভার হিসেবে নিযুক্ত হয়েছেন ঝাড়গ্রাম …