Home / Breaking News / বিজেপি ভাঙন বেলপাহাড়ীতে ,১০০জন যোগদান তৃণমূল কংগ্রেস দাবি জেলা সভাপতি দুলাল মুর্মুর

বিজেপি ভাঙন বেলপাহাড়ীতে ,১০০জন যোগদান তৃণমূল কংগ্রেস দাবি জেলা সভাপতি দুলাল মুর্মুর

প্রদীপ দত্ত,জেএনএফ,বেলপাহাড়ী:
বিজেপিতে ধস। শনিবার বিজেপির শিলদা মণ্ডলের মৃণাল মাহাত যোগ দিলেন বিজেপিতে। একইসঙ্গে একশো জন গেরুয়া শিবিরের কর্মী এদিন তৃণমূলে যোগদান করায় রাজনৈতিক মহলে শোরগোল পড়ল। শনিবার বেলপাহাড়ির ইন্দিরা চকে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল প্রার্থী কালীপদ সোরেন ও জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু সহ তৃণমূল নেতৃত্ব। এদিন দলবদল কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা, তৃণমূলের চেয়ারপার্সন বিরবাহা সরেন টুডু, বেলপাহাড়ি ব্লক তৃণমূলের সভাপতি বুবাই মাহাতো, বেলপাহাড়ি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অনুশ্রী কর। এদিন বিপুল সংখ্যক বিজেপি কর্মী তৃণমূলে যোগ দান করায় লোকসভা ভোটের আগে বেশকিছু এগিয়ে থাকল তৃণমূল। এদিন তৃণমূলের জেলা সভাপতি দুলাল মুর্মু বলেন, জয় আমাদের নিশ্চিত। উন্নয়ন দেখে মানুষ তৃণমূলে আসছেন।
অপরদিকে জেলা বিজেপির সহ সভাপতি দেবাশীষ কুণ্ড বলেন, এতে ভোটে কোনও প্রভাব পড়বে না। বিজেপি প্রার্থী প্রণত টুডু বিপুল ভোটে জিতবে।

এক ঝলকে

গোপীবল্লভপুরে অভিষেকের দূত অজিত! নির্বাচনী প্রচারে অজিতের হাত ধরে সিপিএম ছেড়ে যোগদান তৃণমূলে

বুদ্ধদেব বেরা, জেএনএফ,সাঁকরাইল : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গোপীবল্লভপুর বিধানসভার বিশেষ অবজারভার হিসেবে নিযুক্ত হয়েছেন ঝাড়গ্রাম …