শহরের পুরাতন ঝাড়গ্রামে দেওয়াল লিখন মোছাকে কেন্দ্র করে উত্তেজনা, অবরোধ!

জেএনএফ ,ঝাড়গ্রাম :বৃহস্পতিবার বিকেলে ঝাড়গ্রাম শহরের পুরাতন ঝাড়গ্রামে তৃণমূলের দেওয়াল লিখন মোছাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় । জানা গিয়েছে, নির্বাচন কমিশনের সি- ভিজিল পোর্টালে অনলাইন মারফত অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের কর্মীরা পুরাতন ঝাড়গ্রামে তৃণমূলের দেওয়াল লিখন মোছে দেয় । বিষয়টি চাউর হতে ঘটনাস্থলে পৌঁছায় তৃণমূলের কর্মী সমর্থকরা । তৃণমূলের স্থানীয় নেতৃত্বদের না জানিয়ে কেন দেওয়াল লিখন মোছা হলো এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনের কর্মীদের বিক্ষোভ প্রদর্শন করতে থাকে তৃণমূলের কর্মী সমর্থকরা । বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি পুরাতন ঝাড়গ্রাম এলাকায় পথ অবরোধ করে তৃণমূলের কর্মী সমর্থকরা। পরে পথ অবরোধ তুলে দেয় ঝাড়গ্রাম থানার পুলিশ। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে,সি- ভিজিল পোর্টালে অনলাইন মারফত অভিযোগ জানানোর ১০০ মিনিটের মধ্যেই পদক্ষেপ গ্রহণ করে নির্বাচন কমিশন । সেইমতো এদিন বিনা অনুমতিতে দেওয়াল লিখন করা হয়েছে এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনের পোর্টালে অভিযোগ দায়ের হয় । সেই অভিযোগের ভিত্তিতে তৃণমূলের দেওয়াল লিখন মোছে ফেলে নির্বাচন কমিশনের কর্মীরা । এদিনের এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতা সোমনাথ দে বলেন,”নির্বাচন ঘোষণা হওয়ার অনেক আগেই আমরা এই দেওয়াল লিখনটি লিখেছিলাম । দেওয়ালের যিনি মালিক তার কোন আপত্তি না থাকায় আমরা দেওয়াল লিখন করেছিলাম । এখন আমাদেরকে না জানিয়েই নির্বাচন কমিশনের লোকজন আমাদের তৃণমূল কংগ্রেসের এই দেওয়াল লিখনটি মোছে ফেলে। আমরা তীব্র প্রতিবাদ জানায় । তিনি আরও অভিযোগ করেন,”পশ্চিমবঙ্গে কোন মতই বিজেপি ক্ষমতা দখল করতে পারবে না । তাই বিজেপি নিজের ইচ্ছামতো কাজ করার জন্য বহু অধিকারী কে নিজেদের স্বার্থে ব্যবহার করছে”। অপরদিকে, তৃণমূলের তোলা এই অভিযোগ অস্বীকার করে বিজেপি ।

Share

Recent Posts

ওড়গোন্দার বাবা ভৈরব থানে পুজো দিয়ে এলাকায় প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী চিকিৎসক প্রণত টুডু

প্রদীপ দত্ত, জেএনএফ, শিলদা : বুধবার শিলদার ওড়গোন্দাতে বাবা ভৈরব থানে পুজো দিয়ে এলাকায় প্রচার…

1 week ago

শিয়রে ভোট, দিলীপ ঘোষের গড়ে উড়ছেনা শাসকদলের দলীয় পতাকা!

রান্টুয়া মোড়ে দেখা মিললনা শাসক দলের পতাকা অরূপ কুমার মাজী, জেএনএফ, ঝাড়গ্রাম : হাতে মাত্র…

1 week ago

যত পুলিশি অত্যাচার,মিথ্যা মামলা হবে,ভোটের দিন জঙ্গলমহলের মানুষ সুদে আসলে তুলবে : শুভেন্দু

অরূপ কুমার মাজী, জেএনএফ, ঝাড়গ্রাম : গত ২৬ শে এপ্রিল দলের প্রার্থীর সমর্থনে ঝাড়গ্রামের একটি…

2 weeks ago

ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সোনামনি টুডুর সমর্থনে ঝাড়গ্রাম শহরে প্রচার

সুদীপ্ত মিত্র ,জেএনএফ ঝাড়গ্রাম: মঙ্গলবার ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সোনামনি টুডুর সমর্থনে ঝাড়গ্রাম শহরে…

2 weeks ago

ঝাড়গ্রামে ভুয়ো চাকরি প্রার্থীর লিস্ট প্রকাশ করার হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী

বুদ্ধদেব বেরা,জেএনএফঝাড়গ্রাম: ঝাড়গ্রামে ভুয়ো চাকরি প্রার্থীর লিস্ট প্রকাশ করার হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। "আমি ঝাড়গ্রামের…

2 weeks ago