Breaking
28 Jan 2026, Wed

মোবাইল টাওয়ারে তার চুরির ঘটনায় ভিন জেলার চার যুবককে গ্রেপ্তার করল রামগড় ফাঁড়ির পুলিশ

অর্পিতা দাস পাল, জেএনএফ, ঝাড়গ্রাম : মোবাইল টাওয়ার থেকে তার চুরির ঘটনায় ভিন জেলার চার যুবককে গ্রেপ্তার করল লালগড় থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতেরা হলেন সোহালি সেক(২০), সেক রামজান(২১), রামজান সেক(১৮) এবং জ্যোতি দোলই(৩২)। জ্যোতির বাড়ির পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানা এলাকায়। আর বাকি তিনজনের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার বিভিন্ন গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার সকালে ঝাড়গ্রামের রামগড়ে একটি বেসরকারি মোবাইল টাওয়ারের ভেতরে বাতিল জিনিস পত্র কুড়োনোর নাম করে ঢুকে পড়ে চারজন। তাদের হাতে বস্তা ছিল। প্রথমে লোকজন ভেবেছিল বাতিল জিনিসপত্র কুড়তো এসেছে। কিন্তু কিছুক্ষণ পর ভুল ভাঙে। ওই চার যুবক বস্তার মধ্যে অকেজো মোবাইল টাওয়ারের তার কেটে ঢোকাচ্ছিল। বিষয়টি দেখে সন্দেহ হতেই স্থানীয় বাসিন্দারা রামগড় পুলিশ ফাঁড়িতে খবর দেন। রামগড় পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ এলে চারজনের মধ্যে দু’জন পালিয়ে যায়। আর দু’জনকে হাতেনাতে ধরে ফেলে। পরে তাদের জিজ্ঞাসা করে আরো দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে চার বস্তা তারও উদ্ধার করেছে পুলিশ। বুধবার ধৃত চারজনকে ঝাড়গ্রামের ভারপ্রাপ্ত এসিজেএম বিচারক সুমিত অধিকারির এজলাসে তোলা হয়। সরকারি কৌঁসুলি পবিত্র রানা বলেন,‘চুরির ঘটনায় বিচারক ধৃত চারজনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।’

Developed by