Breaking
1 Nov 2024, Fri

ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের হস্তক্ষেপে মাত্র ৫ দিনেই মায়ের মৃত্যুর শংসাপত্র হাতে পেলেন মহাপালের ১ ব্যক্তি

মায়ের মৃত্যুর মৃত্যু শংসাপত্র না থাকায় মায়ের ব্যাংকে গচ্ছিত অর্থ ব্যাংক থেকে তুলতে পাচ্ছিল না ছেলেরা তার পাশাপাশি জমি জায়গারও ভাগ করে নিজেদের নামে করতে পারছিলেন না ছেলেরা । ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের কার্যালয়ে লিখিত আকারে বিষয়টি জানাতেই মাত্র ৫ দিনের মধ্যে মায়ের মৃত্যু শংসাপত্র পেয়ে যায় আবেদনকারী ছেলে । মঙ্গলবার দুপুর ২ টার সময় ঝাড়্গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক সুক্তি সরকার মামলার নিষ্পত্তি করেন । জানা গিয়েছে, গোপীবল্লভপুর দু’নম্বর ব্লকের মহাপাল গ্রামের বাসিন্দা জগদীশ ওঝা গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের প্যারালিগাল ভলেন্টিয়ার রিতা দাস দত্তের সঙ্গে যোগাযোগ করেন এবং তিনি রিতা দাস দত্তকে তার সমস্যার কথা বলেন। তারপরেই রিতা দাস দত্ত জগদীশ ওঝাকে ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের কার্যালয়ে লিখিত অভিযোগ জানাতে বলেন । লিখিত অভিযোগের ভিত্তিতে একটি প্রিলিটিকেশনের মামলা রুজু করে ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ । তারপরেই সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে মাত্র ৫ দিনের মধ্যেই জগদীশ ওঝার মা শিশুবালার মৃত্যুর শংসাপত্র তৈরি করে দেন। মঙ্গলবার দুপুরে ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের কার্যালয় জগদীশ ওঝার হাতে তার মায়ের মৃত্যু শংসাপত্র তুলে দেন ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক সুক্তি সরকার ।

Developed by