Breaking
6 Dec 2025, Sat

দেবকে তলব করল ইডির!

প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের একটি মামলায় তৃণমূল সাংসদ দেবকে দিল্লিতে তলব করল ই ডি। আগামী একুশে ফেব্রুয়ারি দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দেবকে। সূত্র মারফত জানা যাচ্ছে ইমেলের মাধ্যমে দেব কে হাজিরা দেওয়ার নির্দেশের কথা জানানো হয়েছে। বেশ কিছুদিন আগে সরকারি কিছু পথ থেকে পদত্যাগ করেছিলেন তৃণমূল সাংসদ দেব তারপর দল ছাড়া আরো ইঙ্গিত দিয়েছিলেন তিনি। এরপরই তার সাথে বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বৈঠকের পরেই দেখা যায় আরামবাগের জনসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি উপস্থিত হয়েছেন এবং সেখান থেকেই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর সামনে বলেন “তিনি রাজনীতিতেই আছেন রাজনীতিতে আছেন, তিনি রাজনীতি ছাড়তে চাইলেও রাজনীতি তাকে ছাড়বে না এবং আগামী দিনে ঘাটালের মানুষের জন্যই কাজ করতে চান”। এরপরই কিছুদিন কাটতে না কাটতেই লোকসভা ভোটের মুখে হঠাৎ করে দেব কে পাঠানো ইডির সমন এক প্রকার চক্রান্ত বলেই মনে করছে তৃণমূল।

Developed by