Breaking
22 Jan 2026, Thu

দুঃস্থ কচিকাঁচাদের সঙ্গে মেয়ের জন্মদিন উদযাপনে বেলপাহাড়ির এসডিপিও

প্রতিবেদক: প্রদীপ দত্ত, শিলদা
১২০ জন দুঃস্থ কচিকাঁচাদের নিয়ে মেয়ের জন্মদিন পালন করলেন বেলপাহাড়ির মহকুমা পুলিশ আধিকারিক উত্তম গরাঁই। মঙ্গলবার রাতে
অগ্রণী উদ্যোগ সোসাইটির সহযোগিতায় শিলদা কমিউনিটি হলে অভিনব ভাবে জন্মদিনের অনুষ্ঠানটি হয়। এলাকার শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন উত্তমবাবু ও তাঁর পরিবার।কেক কাটার পর শিশুদের জন্য ছিল ভুরিভোজের আয়োজন। ১২০ জন শিশুর হাতে ড্রয়িং খাতা ও রং পেন্সিল তুলে দেন সস্ত্রীক এসডিপিও। ছিলেন বেলপাহাড়ি ও বিনপুর থানার দুই আইসি। অগ্রণী উদ্যোগ সোসাইটির সম্পাদক স্নেহাশিস দুর্লভ জানান, এই দুঃস্থ শিশুদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য এসডিপিও স্যার ও তাঁর পরিবারের প্রতি আমরা সকলেই আন্তরিক ভাবে কৃতজ্ঞ।

Developed by