Breaking
23 Jan 2026, Fri

কৃষি বিল প্রত্যাহারের পরেও পূরণ হয়নি কৃষকদের দাবী, প্রতিবাদে বাঁকুড়ায় সংযুক্ত কিষাণ মোর্চার বিক্ষোভ

বাঁকুড়া : কিষাণ মোর্চার আন্দোলনের মুখে পড়ে কেন্দ্রের সরকার কৃষি বিল প্রত্যাহার করে নিলেও কৃষকদের দাবী দাওয়া আজো উপেক্ষিত। এই পরিস্থিতিতে মোট ১৩ দফা দাবীতে আজ বাঁকুড়ার জেলা শাসকের দফতরে আছড়ে পড়ল সংযুক্ত কিষাণ মোর্চার বিক্ষোভ।

বিক্ষোভকারী সং যুক্ত কিষাণ মোর্চার দাবী মোট পাঁচশোটি কৃষক সংগঠনের সম্মিলিত মঞ্চ কিষান মোর্চার লাগাতার আন্দোলনের কাছে নতিস্বীকার করে কেন্দ্রের সরকার তিনদফা কৃষি বিল প্রত্যাহার করলেও কৃষকদের দাবীগুলি আজো উপেক্ষিত। ফসলের নাহ্য দাম আজো পাননা দেশের কৃষকরা। ফসলের ন্যুনতম দামের গ্যারেন্টি সংক্রান্ত আইন আজো পাস করেনি কেন্দ্রের সরকার। বিদ্যুতের বিলে ভর্তুকি ও মুকুব, সেচের ব্যবস্থা সহ অন্যান্য দাবীপূরণের ক্ষেত্রেও কেন্দ্রের সরকার টালবাহানা অব্যাহত । এই পরিস্থিতিতে দেশের কৃষকরা ক্রমশ ঋণের জালে জড়িয়ে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হচ্ছে। অবিলম্বে কিষাণ মোর্চার সেই ১৩ দফা দাবী পূরণ না হলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাম কৃষক সংগঠনগুলি।

Developed by