Home / Breaking News / ১৫ দফা দাবি নিয়ে ঝাড়গ্রামে ডেপুটেশন কর্মসূচি আইসিডিএস কর্মীদের

১৫ দফা দাবি নিয়ে ঝাড়গ্রামে ডেপুটেশন কর্মসূচি আইসিডিএস কর্মীদের

ঝাড়গ্রাম : সমস্ত আইসিডিএস কর্মী এবং সহায়িকাদের ন্যূনতম মজুরি ২৬ হাজার টাকা প্রদান । ৬৫ বছর বয়সে অবসরের পর গ্র্যাচুটি ও পেনশন দিতে হবে। এই সমস্ত দাবি সহ মোট ১৫ দফা দাবি কে সামনে রেখে ঝাড়গ্রাম শহরে বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে ঝাড়গ্রাম জেলার DPO (programming officer divisional ICDS sell ) কে ডেপুটেশন প্রদান করল আইসিডিএস কর্মীরা । মঙ্গলবার দুপুরে ঝাড়গ্রাম শহরে মিছিল করে ঝাড়গ্রাম জেলাশাসকের কার্যালয়ের নিকটবর্তী টেজারি অফিসের বিল্ডিংয়ে DPO-র অফিসে পৌঁছায় আইসিডিএস কর্মীদের মিছিল । সেখানেই পথসভার মধ্য দিয়ে DPO কে ডেপুটেশন প্রদান করে আইসিডিএস কর্মীরা । সিপিআই(এম)-র শ্রমিক সংগঠন সমর্থিত পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির ঝাড়গ্রাম জেলা শাখার পক্ষ থেকে ডেপুটেশন জমা দেওয়া হয় । ঝাড়গ্রাম জেলা শাখার সভানেত্রী মীনা সৎপতি বলেন, “আইসিডিএস কর্মীরা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হচ্ছে । এদিন আমরা ১৫ দফার দাবিকে সামনে রেখে ঝাড়গ্রাম শহরে বিক্ষোভ মিছিল প্রদর্শন এর মধ্য দিয়ে DPO স্যারকে ডেপুটেশন প্রদান করলাম। আমরা আশা রাখি আগামী দিনে আমাদের সমস্যার সুরাহা হবে” ।

এক ঝলকে

যত পুলিশি অত্যাচার,মিথ্যা মামলা হবে,ভোটের দিন জঙ্গলমহলের মানুষ সুদে আসলে তুলবে : শুভেন্দু

অরূপ কুমার মাজী, জেএনএফ, ঝাড়গ্রাম : গত ২৬ শে এপ্রিল দলের প্রার্থীর সমর্থনে ঝাড়গ্রামের একটি …