Home / Breaking News / ঝাড়গ্রামে জাতীয় লোক আদালতের মাধ্যমে উদ্ধার হল প্রায় ৪৪ লক্ষ টাকা

ঝাড়গ্রামে জাতীয় লোক আদালতের মাধ্যমে উদ্ধার হল প্রায় ৪৪ লক্ষ টাকা

ঝাড়গ্রাম : শনিবার ঝাড়গ্রামে জাতীয় লোক আদালতের মাধ্যমে ৫১০টি মামলার নিষ্পত্তির পাশাপাশি উদ্ধার হল ৪৪ লাখ ৫৯ হাজার ২৫০ টাকা। ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পরিচালনায় এদিন ঝাড়গ্রাম জেলা আদালত চত্বরে জাতীয় লোক আদালতের মোট সাতটি ব্রেঞ্চ বসেছিল। সকাল সাড়ে দশটায় জাতীয় লোক আদালতের শুভ সূচনা করেন ঝাড়গ্রামে জেলা ও দায়রা বিচারক সুতনুকা নাগ। ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সুনীলকুমার শর্মা বলেন,‘জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের নির্দেশ মত এদিন ঝাড়গ্রাম জেলায় জাতীয় লোক আদালতের সাতটি ব্রেঞ্চের মাধ্যমে মোট ৫১০টি মামলার নিষ্পত্তি হয়েছে। মামলা গুলির মধ্যে ব্যাঙ্কের ঋণ খেলাপি, কোর্টের বকেয়া অনাদায়ী ঋণ সংক্রান্ত, বিদ্যুৎ দপ্তরের বকেয়া সহ মোট ৪৪ লাখ ৫৯ হাজার ২৫০ টাকা এদিন উদ্ধার করা সম্ভব হয়েছে। উভয় পক্ষের মধ্যে আজকে অনেক বেশি সাড়া পেয়েছি। আশা করছি ভবিষ্যতে অনেক বেশি মামলা নিষ্পত্তি করা যাবে এবং কোর্টের ভার কমানো যাবে।’

এক ঝলকে

যত পুলিশি অত্যাচার,মিথ্যা মামলা হবে,ভোটের দিন জঙ্গলমহলের মানুষ সুদে আসলে তুলবে : শুভেন্দু

অরূপ কুমার মাজী, জেএনএফ, ঝাড়গ্রাম : গত ২৬ শে এপ্রিল দলের প্রার্থীর সমর্থনে ঝাড়গ্রামের একটি …