Breaking
22 Jan 2026, Thu

মোকার কারণে দীঘায় জলে নামতে পারছেন না পর্যটকরা, মন খারাপ পর্যটকদের

মোকার ঝড়ের সতর্কতা মধ্যে উত্তাল সমুদ্রের টানে কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে ভ্রমণ পিপাসুরা হাজির হয়েছে বেলাভূমিতে। আবহাওয়া দপ্তরের সতর্কতা।জেলা প্রশাসনের তৎপরতা। দিঘার গ্রামীন এলাকায় নেমেছে এনডিআরএফ কর্মীরাও। এর মাঝেই পর্যটন নগরীতে আসে খানিক হতাশ সমুদ্র প্রেমীরা। মোকা ঝড়ের সতর্কতায় দীঘায় সমুদ্র স্নানে নেমে যাওয়া পর্যটকদের তুলে দিলেন নুলিয়া ও ডিএমজি কর্মীরা। দীঘায় উত্তাল হয়ে উঠছে সমুদ্র, মেঘলা আকাশ। স্নানে বাধা পেয়ে হতাশ পর্যটকরা।

Developed by