Home / Breaking News / সাধু রাম চাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয় ঝাড়গ্রামের উদ্যোগে ওয়েবিনারের মাধ্যমে নববর্ষ উদযাপন ও আলোচনা সভার উদ্বোধন করলেন উপাচার্য অধ্যাপক অমিয়কুমার পাণ্ডা

সাধু রাম চাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয় ঝাড়গ্রামের উদ্যোগে ওয়েবিনারের মাধ্যমে নববর্ষ উদযাপন ও আলোচনা সভার উদ্বোধন করলেন উপাচার্য অধ্যাপক অমিয়কুমার পাণ্ডা

জেএনএফ ওয়েব ডেস্ক : সাধু রাম চাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয় ঝাড়গ্রামের উদ্যোগে নববর্ষ উদযাপন এবং একটি আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অমিয় কুমার পান্ডা। স্বাগত ভাষণ রাখেন বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন আধিকারিক তপন কুমার জানা। প্রথম পর্বের অনুষ্ঠানে ভাষা এবং তার তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট গায়ক তথা ভাষাতাত্বিক প্রতুল মুখোপাধ্যায় এবং ভাষার বিবর্তন ও নববর্ষে তাৎপর্য নিয়ে ব্যাখ্যা করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক শ্রুতিনাথ চক্রবর্তী। দ্বিতীয় পর্বের আলোচনা চক্রে “সাম্প্রতিক ভাষা চর্চা, ভিত্তি ও সম্ভাবনা” নিয়ে আলোচনা হয়। এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ইন্দ্রনীল আচার্য, ইতিহাস বিভাগের ড: নির্মল মাহাতো, সাঁওতালি বিভাগের অধ্যাপিকা ড: দুলী হেমব্রম। এছাড়াও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সাঁওতালি বিভাগের অধ্যাপক শ্যামচরণ হেমব্রম, গৌড় মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড: ক্ষিতিশ মাহাতো এবং বিশিষ্ট কুড়মালি ভাষার গবেষক সুনীল মাহাতো। আলোচনা চক্রে কতগুলি সুনির্দিষ্ট প্রস্তাব উঠে আসে, যেগুলি পরে বিশ্ববিদ্যালয় তার সীমিত ক্ষমতার মধ্যে রূপায়িত করার প্রতিশ্রুতি আবদ্ধ হয়। অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধকের ধন্যবাদ জ্ঞাপন করেন।

এক ঝলকে

গোপীবল্লভপুরে অভিষেকের দূত অজিত! নির্বাচনী প্রচারে অজিতের হাত ধরে সিপিএম ছেড়ে যোগদান তৃণমূলে

বুদ্ধদেব বেরা, জেএনএফ,সাঁকরাইল : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গোপীবল্লভপুর বিধানসভার বিশেষ অবজারভার হিসেবে নিযুক্ত হয়েছেন ঝাড়গ্রাম …