Breaking
6 Dec 2025, Sat

শিলিগুড়ি মহকুমার বিধাননগরে সিপিএম,কংগ্রেস ও বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল ৩৫০ জন কর্মী

বুধবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়ার ব্লকের বিধাননগরে সিপিএম,কংগ্রেস ও বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল ৩৫০ জন কর্মী। এদিন নতুনদের হাতে দলীয় পতাকা তুলে দেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ। এদিন বিজেপির উতবাস্তু সেলের জেলা কনভেনার প্রনবেশ মন্ডল যোগ দেন তৃণমূল কংগ্রেসে। তৃণমূলের জেলা সভাপতি পাপিয়া ঘোষ বলেন ভুলবশ্যত প্রনবেশ বিজেপিতে গিয়েছিলেন। এদিন ঘরের ছেলে ঘরে ফিরেছে। একইসঙ্গে কংগ্রেস, সিপিএম থেকে বহুজন আমাদের দলে যোগ দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব গ্রাম উন্নয়নের বিষয়টি বুঝতে পেরে অন্যান্য দলের কর্মী, নেতার তৃণমূলে যোগ দিচ্ছে।

Developed by