Home / Breaking News / নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গ্রেফতার সাত রোহিঙ্গা

নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গ্রেফতার সাত রোহিঙ্গা

বুধবার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গ্রেফতার সাত রোহিঙ্গা। জানা গিয়েছে যে মঙ্গলবার আসামের কুমারঘাট থেকে কাঞ্চনজঙ্গা এক্সপ্রেসে সাত জন রোহিঙ্গা। এরপর এনজেপি স্টেশনে নেমে সেখান থেকে দিল্লি যাওয়ার জন্য ট্রেনের অপেক্ষা করছিল। সেই সময় এনজেপি স্টেশনে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় রেল পুলিশের। তখনই স্বেচ্ছাসেবি সংস্থা চাইল্ডলাইন এর সহযোগিতায় তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। এবং জিজ্ঞাসায় ধৃতরা জানায় বাংলাদেশ থেকে তারা দিল্লি যাওয়ার উদ্দেশ্য ছিল। তাদের নিয়ে যাওয়ার জন্য কাজ করছে ধৃত মহম্মদ জুবেইর নামে ওই ব্যাক্তি। গোটা ঘটনার তদন্তে নেমেছে রেল পুলিশ।

এক ঝলকে

যত পুলিশি অত্যাচার,মিথ্যা মামলা হবে,ভোটের দিন জঙ্গলমহলের মানুষ সুদে আসলে তুলবে : শুভেন্দু

অরূপ কুমার মাজী, জেএনএফ, ঝাড়গ্রাম : গত ২৬ শে এপ্রিল দলের প্রার্থীর সমর্থনে ঝাড়গ্রামের একটি …