Home / Breaking News / কোচবিহারের তিন পুরসভায় বোর্ড গঠন, শপথ নিলেন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ কাউন্সিলাররা

কোচবিহারের তিন পুরসভায় বোর্ড গঠন, শপথ নিলেন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ কাউন্সিলাররা

কোচবিহার, ১৬ মার্চঃ বোর্ড গঠন হল কোচবিহারের তিন পুরসভা দিনহাটা, মাথাভাঙা এবং তুফানগঞ্জ পুরসভায়। দিনহাটা পুরসভায় চেয়ারম্যান হলেন গৌরি শঙ্কর মাহেশ্বরী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, মাথাভাঙা পুরসভায় চেয়ারম্যান হলেন লক্ষপতি প্রামাণিক, ভাইস চেয়ারম্যান বিশ্বজিত সাহা, তুফানগঞ্জ পুরসভায় চেয়ারম্যান হলেন কৃষ্ণ ইশোর গোস্বামী এবং ভাইস চেয়ারম্যান তনু সেন। এদিন প্রত্যেক পুরসভায় সংশ্লিষ্ট এলাকার মহকুমা শাসকরা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ বাকি কাউন্সিলারদের শপথ গ্রহণ করান।
এবার দিনহাটা পুরসভা নির্বাচনে বিরোধী কোন রাজনৈতিক দল প্রার্থী দিতে না পারায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পায় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার পদ প্রার্থীরা। ওই পুরসভায় ১৬ আসন বিশিষ্ট। কাজেই বিরোধী শূন্য করে দিনহাটায় পুর বোর্ড পরিচালিত করবে তৃণমূল কংগ্রেস। মাথাভাঙা পুরসভায় ১২টি ওয়ার্ড রয়েছে। এরমধ্যে দুটি ওয়ার্ডে বিরোধী কোন রাজনৈতিক দল প্রার্থী দিতে না পারায় সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পায় তৃণমূল। বাকি ১০ ওয়ার্ডেও নির্বাচনের মাধ্যমে জয় পায় জোড়া ফুল শিবির। ফলে সেখানেও বিরোধী শূন্য পুর বোর্ডের দখল নিল ঘাস ফুল। তুফানগঞ্জের ১২টি ওয়ার্ডের সব কটিতেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়য়। কাজেই সেখানেও বিরোধী শূন্য পুরবোর্ডের দখল নিল তৃণমূল।
এদিন বোর্ড গঠন ও শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে সকাল থেকেই তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের ভীর দেখা যায় তিন শহরেই। দিনহাটা পুরসভায় বিধায়ক উদয়ন গুহের উপস্থিতিতে বোর্ড গঠন হয়। মাথাভাঙ্গা পুর বোর্ড গঠনের সময় উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী, তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মণ, জেলা যুব সভাপতি কমলেশ অধিকারী, মাথাভাঙ্গায় উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি পার্থ প্রতিম রায়, তৃণমূল মহিলা কংগ্রেসের জেলা সভাপতি শুচিস্মিতা দেব শর্মা সহ বহু নেতা কর্মী।
আগামী কাল কোচবিহার পুর বোর্ড গঠন হবে। এখনও দলীয় ভাবে ঘোষণা না করা হলেও সামাজিক মাধ্যমে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা দাবি করে আসছেন, কোচবিহার পুরসভায় চেয়ারম্যান হতে চলেছেন রবীন্দ্রনাথ ঘোষ, ভাইস চেয়ারপার্সন হতে চলেছেন আমিনা আহমেদ। কোচবিহার পুর বোর্ড গঠন নিয়েও তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের ব্যাপক জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। আগামী কাল বোর্ড গঠনের আগে তৃণমূল শহর ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে দলীয় কাউন্সিলারদের সম্বর্ধনা দেওয়া হবে বলে জানা গিয়েছে।

এক ঝলকে

যত পুলিশি অত্যাচার,মিথ্যা মামলা হবে,ভোটের দিন জঙ্গলমহলের মানুষ সুদে আসলে তুলবে : শুভেন্দু

অরূপ কুমার মাজী, জেএনএফ, ঝাড়গ্রাম : গত ২৬ শে এপ্রিল দলের প্রার্থীর সমর্থনে ঝাড়গ্রামের একটি …