Home / Breaking News / ১৩৭  বছরের জলপাইগুড়ি পৌরসভার ইতিহাসে প্রথমবার দায়িত্ব সামলাবেন এক মহিলা

১৩৭  বছরের জলপাইগুড়ি পৌরসভার ইতিহাসে প্রথমবার দায়িত্ব সামলাবেন এক মহিলা

উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন পৌরসভার মধ্যে অন্যতম জলপাইগুড়ি পৌরসভা, আজ থেকে ১৩৭ বছর আগে ব্রিটিশ দের হাত ধরে যার পথ চলা শুরু হয়েছিলো,
বিগত এই সময় গুলোতে এই পৌরসভার দায়িত্ব সামলেছেন শহরের বহু বিশিষ্ঠ নাগরিকেরা যাদের মধ্যে আজ অনেকেই সংসারের মায়া ত্যাগ করে পরলোকগত হয়েছেন।
বুধবার সেই শতাব্দী প্রাচীন পৌরসভার সদ্য অনুষ্ঠিত নির্বাচনে জয়ী পুর প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হলো নাগরিক পরিষেবা।
তবে জলপাইগুড়ির পৌর নাগরিকদের কাছে আজ এক নতুন প্রাপ্তি ঘটলো, এই প্রথম কোনো মহিলা পৌর প্রতিনিধি চেয়ারপার্সনের চেয়ারে বসে দায়িত্ব সামলাবেন পৌর পরিষেবার। শহরের সাত নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত তৃণমূল কংগ্রেস দলের পক্ষে জয়ী  পাপিয়া পাল আজকের এই পৌরসভা গঠনের বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন চেয়ারপার্সন জলপাইগুড়ি পৌরসভা।
শহরে বেশ কিছুদিন থেকে চলা কানাঘুষোর সমাপ্তি হলো সৈকত চট্টোপাধ্যায় কে ভাইস চেয়ারম্যান পদে অধিষ্ঠিত করার মধ্যে দিয়ে।

এক ঝলকে

যত পুলিশি অত্যাচার,মিথ্যা মামলা হবে,ভোটের দিন জঙ্গলমহলের মানুষ সুদে আসলে তুলবে : শুভেন্দু

অরূপ কুমার মাজী, জেএনএফ, ঝাড়গ্রাম : গত ২৬ শে এপ্রিল দলের প্রার্থীর সমর্থনে ঝাড়গ্রামের একটি …